মালদা

ফলন বেশী হলেও ফল নিয়ে সমস্যায় ধান চাষিরা

ঋণ নিয়ে ধান চাষ করেছেন পুরাতন মালদা যাত্রাডাঙা ও বরাতলির বেশ কিছু চাষিরা। ধানের ফলনও হয়েছে ভালো। কিন্তু সেই ধান বাড়ি নিয়ে যাওয়া হবে কি চাষিদের। কারন মাঠ ভর্তি ধান গাছ থাকলেও তার মধ্যে রয়েছে শুধু খোসা নেই চালের কোন অস্তিত্ব। ফলে মাথায় হাত পড়েছে ধান চাষিদের। ধান চাষিরা জানান, ঋণ নিয়ে তারা ধানের চাষ করেছে। মাঠ ভরে আছে ধানে, কিন্তু সমস্যা ধানের শিশের ভেতর চালের কোন অস্তিত্ব নেই। ধান কাটার জন্য বাইরে থেকে শ্রমিকরাও আসতে চাইছে না। কারন ধান কাটার পর পরিমাণ মতো ধান পাবে না তারা, তাই মাঠ ভর্তি ধান থাকলেও ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না ফলে সমস্যায় পড়েছে চাষিরা। চাষিরা জানান সরকারি কোন সাহায্য না পেলে আত্মহত্যা করতে হবে তাদের। তাই সরকারি সাহায্যের জন্য পুরাতন মালদা কৃষি আধিকারিককে লিখিত ভাবে অভিযোগ জানান চাষিরা। এই বিষয়ে ADO সাহেব জানান দুই জন KPS কে তিনি ঘটনার তদন্তের জন্য পাঠান। এবং চাষিদের ব্লা হয়েছে এই বিষয়ে কৃষি দপ্তরে লিখিত ভাবে জানাতে। এই বিষয়ে তিনি উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।